দুজনই ভারতে নির্বাসিত। তবে এদের একজন শান্তির বার্তাবাহক হিসেবে পরিচিত। অন্যজন প্রতিহিংসার ‘বাণী’ বিস্তারক হিসেবে কুখ্যাত। তাদের একজন হলেন তিব্বতের ধর্মগুরু—যিনি ‘দালাই লামা’ উপাধিসংবলিত বৌদ্ধ গুরু হিসেবে পরিচিত। অন্যজন বাংলাদেশের পদত্যাগী ও পলাতক প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা।